খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি বোর্ডের ২৫তম সভা অনুষ্ঠিত
২৩ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ, সকাল ১০.০০ টায় সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্রাস্টি বোর্ডের ২৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান, এমপি। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সম্মানিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব জুয়েল আরেং, এমপি, সম্মানিত ভাইস-চেয়ারম্যান ড. নমিতা হালদার, এনডিসি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কাজী এনামুল হাসান, এনডিসি, সম্মানিত ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, জনাব পিউস কস্তা, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জনাব উইলিয়াম প্রলয় সমদ্দার, জনাব বাবু মার্কুস গমেজ, জনাব জেমস সুব্রত হাজরা এবং ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও। বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব মুঃ আঃ আউয়াল হাওলাদার। সম্মানিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি দেশের বাইরে থাকায় সভায় উপস্থিত হতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেছেন। সভায় অন্যান্য আলোচনার মধ্যে ৩নং আলোচ্যসূচীতে আবেদনের ভিত্তিতে পর্যালোচনাপূর্বক ৪০৬টি চার্চ/গীর্জা/উপাসনালয়ের অনুকূলে ১ কোটি ৩২ লক্ষ টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভার কার্যবিবরণী মাননীয় চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী মহোদয়ের অনুমোদন সাপেক্ষে অনুদানের চেক বিতরণ করা হবে। অনুদানের চেক প্রস্তুতের পর সংশ্লিষ্ট সকলকে টেলিফোনের মাধ্যমে চেক বিতরণের তারিখ ও সময় অবহিত করা হবে।